গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. (শনিবার) তারিখে বিকাল ৩.০০ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষ, কালকিনি, মাদারীপুরে ‘‘প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি’’ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মোঃ জামাল হোসেন । তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ আয়োজনকে স্বাগত জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নিরাপদ খাদ্য অফিসার জনাব জুয়েল মিয়া , বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাদারীপুর। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন।
উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন জনাব মোঃ কায়েসুর রহমান , সহকারি কমিশনার (ভূমি), কালকিনি ,মাদারীপুর। তিনি নিরাপদ খাদ্য পরিচালনা বিধিবিধান বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন সহ অন্যান্যরা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS