আজ ১৯ অক্টোবর- ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাদারীপুর ও উপজেলা প্রশাসন, রাজৈর, মাদারীপুর এর আয়োজনে “রাজৈর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির” ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মো.আনিসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার,রাজৈর,মাদারীপুর ও সভাপতি, রাজৈর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি।
সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদ্বয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা,
ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজৈর থানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা মৎস্য কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি বলেন, নিরাপদ খাদ্য মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। এবং তিনি বলেন শুধু সচেতন হলেই হবে না,,সচেতনতার পাশাপাশি তা আমাদের বাস্তবায়নও করতে হবে। তাই বিভিন্ন হোটেল,রেস্টুরেন্টেও খাদ্য স্থাপনাগুলোতে নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট, পোস্টার বিতরণের পাশাপাশি মনিটরিং কার্যক্রম ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা তৈরি করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সভা-সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ে সকলকে সচেতন করতে পারেন। এছাড়াও উপস্থিত অন্যান্য কর্মকর্তাগণ
গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভাটি সঞ্চালনা করেন জনাব আব্দুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাদারীপুর ও সদস্য সচিব, উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি,রাজৈর,মাদারীপুর।