মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বিস্তারিত
আজ ১৫ সেপ্টেম্বর- ২০২২ খ্রি.. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাদারীপুর ও জেলা প্রশাসন, মাদারীপুর এর আয়োজনে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক এবং জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি ড. রহিমা খাতুন। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সভার শুরুতে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাটি সঞ্চালনা শুরু করেন জনাব আব্দুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার ও সদস্য সচিব, জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়,মাদারীপুর। তিনি উপস্থিত সকলের অবগতির জন্য “৩য় সভার” সিদ্ধান্ত ও অগ্রগতি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উল্লেখ্য, সভায় সিভিল সার্জন,মাদারীপুর, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক, জেলা প্রানীসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক প্রতিনিধিসহ জেলার বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।