শিরোনাম
ভেজাল খেজুড় গুঁড় তৈরির কারখানায় অভিযান
বিস্তারিত
অদ্য ২৬/১২/২০২৩ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাদারীপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কর্তৃক শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় অবস্থিত একটি ভেজাল গুঁড় কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানায় ভেজাল গুঁড় তৈরিতে ব্যবহৃত হাইড্রোজ, টেক্সটাইল রং,ছিটা গুড় এবং চিনি পাওয়া যায়। কারখানায় তৈরিকৃত গুঁড় খেজুর গুঁড় হিসাবে বিক্রি করা হলেও সেখানে খেজুর রসের উপস্থিতি পাওয়া যায়নি।
এসময় কারখানাটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা
হয় এবং হাইড্রোজ,চিনি, ছিটা গুঁড়, রংসহ কারখানায় তৈরিকৃত সকল ভেজাল গুঁড় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভবিষ্যতে এধরণের ভেজাল গুঁড় উৎপাদন না করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
# জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।